আগমন
তীব্র দহনের অন্তে
তুমি ক্ষুব্ধ, ক্রুদ্ধ, চেপে দন্ত দন্তে
তুমি নেচে উঠেছ মহাপ্রলয়ের ছন্দে;
সুপ্তোথিত মত্ততায়, কি রঙ্গে, কি আনন্দে,
তুমি ঘোষিছ জয়গান
ঝাপটে ঝাপটে বোঝাও তোমার গূঢ় অভিমান,
ক্রন্দন পূর্বের জমাট, ধোঁয়াশাচ্ছন্ন মনে
যে তীব্র নিনাদে অনন্ত মননে
চলে যে বিচ্ছিন্নতার, উথলিপাতাল নাচ,
তুমি যেন ধরেছ তারই মূর্তি আজ।
আজ বুঝি উঠেছ তেঁতে...
আপন বসনাঞ্চল পেতে
কি লীলায় তুমি উঠেছ মেতে,
আজ সবে জানবে তোমার ব্যথা,
মৌনী ভেঙ্গে বহুকাল পরে তুমি আবার বলবে কথা।
যাতনার মূলে তুমি আজ হানলে প্রবল হানা,
আস্লে ফিরে, পেরিয়ে পাহাড়, সাগর, যত অজানা।
যত ছিল তাপ করলে হরণ,
কাঁপিয়ে যে প্রাণ, হে মত্ত বারণ,
ধুয়ে দিলে সব পাপ,
ছিল যা ক্লেশ, যা ছিল পুরাতন,
সব ধুয়ে তুমি করেছ যে সাফ,
উষরের প্রাণে নব ঊষারে তুমি জানাও স্বাগতম;
হে উচ্ছাস, হে উল্লাস, হে হিল্লোল, অয়ি উত্তম।।