Saturday, August 26, 2006

কোথা হতে বাজে...

একটা গানের কথা আজ একটু বেশী করে মনে হচ্ছে - কোথা হতে বাজে প্রেমবেদনা রে - আজ সত্যি মনে হছে, প্রশ্ন করতে ইচ্ছে করছে - কাকে জানিনা, কোথায় উত্‌স আমাদের এই এত ব্যথা বেদনার। যখন বাড়ির থেকে ২৫০০ কিমি দূরে বসে আছি, নিজেকে একা মনে হতে পারত... হছে না। মানুষে মানুষে দুরত্ব টা বড় কৃত্রিম। এত দূরে বসেও তাই একদম একা নই। আমার আশেপাশের মানুষ গুলো বড় চেনা... অচেনা পুরীতেও আমি একা নই। মানুষের সুখ, দুঃখ, ব্যথা, আশা, আকাঙ্ক্ষা গুলো সব এক, একদম এক। একই রকম সুখ-দুঃখ মনের মধ্যে চেপে রেখে বেঁচে থাকে সে, বা বেঁচে থাকার প্রয়াস করে। মানুষ মাত্রেই একটা কাঁধ খোঁজে যেখানে মাথা রেখে নিশ্চিন্তে একটু কাঁদা যায়, একটু নির্লজ্জ হয়ে নিজেকে প্রকাশ করা যায়। মানুষ একইভাবে কাঁদে, তাসে পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকুক, মানুষ একই ভাবে হাসে - কলকাতায় আর যোধপুরে হাসির কান্নার নাম, দাম এক - একটা কড়িরও দামের ফারাক নেই। এখানে বসেও দেখছি কাঁদার, কাঁদাবার উপায় এক, তাই মানুষ গুলোও একদম এক। শুধু একটা বুঝে দেখার প্রয়াসেই এই পরিচিতির সুতোটাকে দেখা যায়। মানুষ একা ভীষন একা, তাই এই একাকীত্বই তাকে টানে প্রাণের দিকে, যদিও সে জানে... কোনোওদিনও হয়ত পৌঁছনো হবেনা। তবু আজ এত দূরে বসে বুঝছি প্রত্যেক মুহুর্তে ভাবছি যে পথটাই বোধহয় সব, ওটাই সব... তাই কাল কি ভাবছিলাম জানি না, আজ পথটার শেষ দেখার বড় লোভ আমার চোখে ...... এবার চলি... আমার এই পথ চাওয়াতেই আনন্দ।।

2 comments:

darkling said...

orreeeyyy sorc ami to xp niyechi but still cant view ur blog amake ki ki korte hobe ektu janash and thnxx 4 da comment and welcome back to blog world....

Anonymous said...

puro lekha ta pore ektai Kobi gurur lekha ganer koli mone elo...
"Pother shesh kothaye..
ki achhe sheshe..."