Saturday, August 26, 2006

কোথা হতে বাজে...

একটা গানের কথা আজ একটু বেশী করে মনে হচ্ছে - কোথা হতে বাজে প্রেমবেদনা রে - আজ সত্যি মনে হছে, প্রশ্ন করতে ইচ্ছে করছে - কাকে জানিনা, কোথায় উত্‌স আমাদের এই এত ব্যথা বেদনার। যখন বাড়ির থেকে ২৫০০ কিমি দূরে বসে আছি, নিজেকে একা মনে হতে পারত... হছে না। মানুষে মানুষে দুরত্ব টা বড় কৃত্রিম। এত দূরে বসেও তাই একদম একা নই। আমার আশেপাশের মানুষ গুলো বড় চেনা... অচেনা পুরীতেও আমি একা নই। মানুষের সুখ, দুঃখ, ব্যথা, আশা, আকাঙ্ক্ষা গুলো সব এক, একদম এক। একই রকম সুখ-দুঃখ মনের মধ্যে চেপে রেখে বেঁচে থাকে সে, বা বেঁচে থাকার প্রয়াস করে। মানুষ মাত্রেই একটা কাঁধ খোঁজে যেখানে মাথা রেখে নিশ্চিন্তে একটু কাঁদা যায়, একটু নির্লজ্জ হয়ে নিজেকে প্রকাশ করা যায়। মানুষ একইভাবে কাঁদে, তাসে পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকুক, মানুষ একই ভাবে হাসে - কলকাতায় আর যোধপুরে হাসির কান্নার নাম, দাম এক - একটা কড়িরও দামের ফারাক নেই। এখানে বসেও দেখছি কাঁদার, কাঁদাবার উপায় এক, তাই মানুষ গুলোও একদম এক। শুধু একটা বুঝে দেখার প্রয়াসেই এই পরিচিতির সুতোটাকে দেখা যায়। মানুষ একা ভীষন একা, তাই এই একাকীত্বই তাকে টানে প্রাণের দিকে, যদিও সে জানে... কোনোওদিনও হয়ত পৌঁছনো হবেনা। তবু আজ এত দূরে বসে বুঝছি প্রত্যেক মুহুর্তে ভাবছি যে পথটাই বোধহয় সব, ওটাই সব... তাই কাল কি ভাবছিলাম জানি না, আজ পথটার শেষ দেখার বড় লোভ আমার চোখে ...... এবার চলি... আমার এই পথ চাওয়াতেই আনন্দ।।

Friday, August 25, 2006

জ্বলছে আগুন তপ্ত মরুর, শুকনো বালির নীচে;
কাটছে যে রাত, চাতকছানার তীব্র চিতকারে,
আশা হতাশার সুপ্ত বুলির নিভৃত রোদন কালে,
আলো-আঁধার মিশছে শেষে, রজনী সতকারে।

Thursday, August 24, 2006

ঊষা -- A Dawn

জেগে কাটানো রাতের শেষে, দিবসের নিঃশ্বাস,
শুষ্ক বালিরাশির 'পরে নরম আলোর ভাঁজ;
গত দিনের অভিজ্ঞতার ক্লান্ত হাহুতাশ
ছড়িয়ে পরে ধূলার পরে ভগ্ন মহারাজ...

Tuesday, August 22, 2006


অনেক দিন পর, আবার চেনা মুখ
বন্ধু কি খবর, মুহুর্ত বলুক।
মুহুর্তের টান, মুহুর্তে শরত
নতুন এই গান, মুসাফিরের পথ।
শরত আসে যায়, মেঘের ফাঁকে নীল
এই শহরটায় অতিথি গাঙচিল।
অতিথি ভালবাসা, হাওয়ায় তোলে সুর
আবার ফিরে আসা, আবার ভরপুর।
কেমন আছো বলো, বন্ধু কি খবর
আবার গাই চলো, অনেক দিন পর।।